২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ এএম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম বলেছেন, দেশে বেকারত্বের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে বেকারত্ব ছিল ২০ শতাংশ, বর্তমানে তা দাঁড়িয়েছে ২৮ শতাংশে।গতকাল সোমবার সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে আয়োজিত ১৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।মাহবুব-উল-আলম বলেন, বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধির পেছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে দুর্নীতি, ব্যাংকের ঋণ সংকটসহ নানামুখী সমস্যা প্রধান। তবে এ অবস্থা কাটিয়ে উঠতে মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।তিনি আরও বলেন, দেশে বর্তমানে ৭১টি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে। এসব সেন্টারে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে সরকার। বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একাধিক...