২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম রাজনৈতিক দলের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে ১৪৩ টি দল। প্রাথমিক কাগজপত্র যাচাইয়ের পর ১২১ টি দল বাদ পড়ে এবং বাকি ২২ টি দলকে মাঠ পর্যায়ে তদন্ত করে চূড়ান্তভাবে বাছাই হওয়া দলগুলোকে কমিশন সভায় উপস্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশনের আদেশের অপেক্ষায় রয়েছে দলগুলো। তবে সম্ভাব্য নতুন ছয়টি রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে। এগুলোর মধ্যে আছে গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। গতকাল সোমবার নির্বাচন কমিশন সূত্রে সম্ভাব্য এ তালিকা জানা গেছে। তবে নিবন্ধন পেতে যাওয়া রাজনৈতিক দলগুলোর নাম এখনই প্রকাশ করছে না ইসি। কমিশনের বৈঠকে চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি গণমাধ্যমে...