ব্যালন ডি’অরে প্রতিবছর একটি পুরস্কার দেওয়া হয়—কোপা অ্যাওয়ার্ড। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় এই শিরোপা। অনূর্ধ্ব-২১ বছরের ফুটবলাররা পান এই শিরোপা। গতবারের মতো এবারও লামিনে ইয়ামাল পেলেন এই পুরস্কার। টানা দ্বিতীয়বারের মতো কোপা অ্যাওয়ার্ড পেলেন ১৮ বছর বয়সী এই তারকা। স্পেন ও বার্সেলোনার হয়ে ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ফুটবলের এই বিস্ময়বালক। বার্সেলোনার হয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২১ অ্যাসিস্ট করেছেন তিনি। ক্লাবকে লা লিগা, কোপা দেল রে ও সুপারকোপা জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্পেনের হয়ে নিয়মিত পারফর্ম করে নিজের জাত চিনিয়েছেন তিনি। নেশন্স লিগের সেমি-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের ৫-৪...