ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ‘গ্যাস, বিদ্যুৎ পানিসহ সব ধরনের নাগরিক চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করছে বিএনপি। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবেন না।’সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরখান থানার কুড়িপাড়া এলাকার প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও গণস্বাক্ষর কার্যক্রমে একাত্মতা প্রকাশ করে এসব কথা বলেন তিনি।উত্তরখানে গ্যাসের দাবিতে থানা স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বাসিন্দারা এই কর্মসূচি পালন করে। মোস্তফা জামান প্রতিশ্রুতি দেন, বিএনপি আগামীতে ক্ষমতায় এলে উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে।তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক ও জনদুর্ভোগমুক্ত ঢাকা-১৮ আসন বিনির্মাণে সর্বসাধারণের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব।’ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কারমোস্তফা জামান বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ-পানি-রাস্তাঘাট সংস্কারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত নগরী ও নাগরিক...