ছেলেদের ফুটবলে বর্ষসেরা কোচের পুরস্কার যে লুইস এনরিকের হাতে উঠবে তা অনুমেয় ছিল। কাঙ্ক্ষিত পুরস্কার হুয়ান ক্রুইফ ট্রফি জিতেছেন পিএসজি কোচ। মেয়েদের বর্ষসেরা কোচের পুরস্কার উঠেছে ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগম্যানের হাতে। সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৫ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। হ্যান্সি ফ্লিক, আর্নে স্লট ও অ্যান্টোনিও কোন্তেকে টপকে এনরিকের হাতে উঠেছে সেরা কোচের পুরস্কার। পিএসজিকে গত মৌসুম ট্রেবল জিতিয়েছেন কোচ লুইস এনরিকে। মার্শেই-পিএসজি ম্যাচ থাকায় তিনি পুরস্কারটি নিতে অনুষ্ঠানে...