বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল লিখলেন নতুন ইতিহাস। দ্বিতীয়বারের মতো জিতে নিলেন২১ বছরের নিচের সেরা ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি। মাত্র ১৮ বছর বয়সেই তিনি হয়ে গেলেন ট্রফিটি দু’বার জেতা প্রথম ফুটবলার।গত বছর প্রথমবার পুরস্কার জেতার পর থেকেই ইয়ামালকে ঘিরে ছিল প্রত্যাশা। এবারের আসরে শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত সবার ওপরে উঠে এলেন এই কাতালান ফরোয়ার্ড। ফাইনাল তালিকায় ছিলেন তারই সতীর্থ পাও কুবারসি, পিএসজির জোয়াও নেভেস ও দেজিরে দুএ, ব্রাজিলিয়ান প্রতিভা এস্তেভাও এবং তুর্কি ফরোয়ার্ড কেনান ইয়িলদিজ। তবে সেরা হিসেবে ঘোষিত হলেন ইয়ামালই।পুরস্কার হাতে নিয়ে মঞ্চে ইয়ামাল বললেন, ‘আবারও এখানে দাঁড়াতে পারাটা আমার জন্য গর্বের। ধন্যবাদ বার্সেলোনাকে, জাতীয় দলকে, আমার পরিবারকে, সতীর্থদের—বিশেষ করে রাফিনিয়া ও কুবারসিকে—আর অবশ্যই হ্যান্সি ফ্লিককে।’ইয়ামাল এখনো কেবল ১৮। অর্থাৎ সামনে আরও তিন বছর রয়েছে এই পুরস্কার জেতার...