রাজধানীর পুরান ঢাকায় লক্ষ্মীবাজার সমাজকল্যাণ সংঘের নামের একটি নামসর্বস্ব সংগঠন স্থানীয় একটি খেলার মাঠ দখল করে গত কয়েক বছরে ঈদ মেলা ও বৈশাখী মেলার আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি স্থানীয় বিএনপির পরিচয়ে একটি চক্র মাঠ দখল করে অস্থায়ী মার্কেট তৈরি করে এবং প্রায় ৩৬ জন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে দোকান ভাড়া দেয়। জানা গেছে, ব্যবসায়ীদের কাছ থেকে ৩০–৪০ হাজার টাকা অগ্রিম নিয়ে মাঠে ৩০টি দোকান বসানো হয়। তাদের কাছ থেকে সপ্তাহে দোকানপ্রতি এক থেকে দেড় হাজার টাকা ভাড়া নেওয়া হতো। এ নিয়ে এলাকায় ক্ষোভ থাকলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেননি। তবে বিষয়টি বিএনপির শীর্ষ নেতাদের নজরে এলে তারা উচ্ছেদের নির্দেশ দেন। অবশেষে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে শিশু-কিশোরদের খেলার মাঠ দখল করে গড়ে ওঠা সেই অস্থায়ী মার্কেট উচ্ছেদ করেছেন স্থানীয়...