ব্যালন ডি'অরের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে পারেন এই আশায় ২০ জন স্বজনের বহর নিয়ে প্যারিসে গিয়েছেন লামিন ইয়ামাল। তবে সেরা পুরস্কার নয়, এবারো সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। গত বছর প্রথমবার কোপা ট্রফি জিতেছিলেন স্পেন ও বার্সেলোনার এই ফরোয়ার্ড। লামিন ছিলেন এই ক্যাটাগরির তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও পুরস্কার জেতার প্রধান দাবিদার। তিনি হারিয়েছেন তার সতীর্থ পাও কুবারসি-কে, যিনি তার সঙ্গে বার্সেলোনা থেকে আসা দশ জন প্রার্থীর একজন ছিলেন। ওই তালিকায় আরও ছিলেন দুর্দান্ত মৌসুম...