ফ্রান্সের ক্লাব পিএসজির কোচ হিসেবে স্বপ্নময় মৌসুম কাটানো লুইস এনরিকে পেলেন বড় এক স্বীকৃতি। দলকে ট্রেবল জেতানো এই স্প্যানিয়ার্ড পেলেন ইয়োহান ক্রুইফ ট্রফি। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ সোমবার প্যারিসে জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা কোচ হিসেবে এনরিকের নাম ঘোষণা করে। পুরুষ বিভাগে তিনি পেছনে ফেলেছেন বার্সেলোনার হান্সি ফ্লিক, লিভারপুলের আর্না স্লট, চেলসির এন্টসো মারেস্কা ও নাপোলির আন্তোনিও কন্তেকে। এনরিকের কোচিংয়ে গত মৌসুমে অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। এছাড়া লিগ আঁ, ফরাসি কাপ, ফরাসি সুপার কাপও ঘরে তোলে তারা। নারী ফুটবলের বর্ষসেরা কোচ হয়েছেন উইমেন’স ইউরো জয়ী ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগমান। গত বছর থেকে ব্যালন দ’র পুরস্কারে বর্ষসেরা কোচের ক্যাটাগরি যুক্ত করা হয়। যেটি দেওয়া হয় নেদারল্যান্ডস ও বার্সেলোনা...