চার দশকের পথচলায় ব্যান্ড ‘অবসকিওর’ ফিরতে যাচ্ছে ভিনাইলের যুগে। দশটি গান নিয়ে এই দলটি প্রকাশ করেছে সংকলন অ্যালবাম ‘রিইনকারনেশন’, যা আসছে বিশেষ ভিনাইল রেকর্ড আকারে। অবসকিওরের কণ্ঠশিল্পী ও দলনেতা সাঈদ হাসান টিপু গ্লিটজকে বলেন, অবসকিওর ব্যান্ডের এই পর্যন্ত ১৩টি অ্যালবাম বের হয়েছে। এই ১৩টি অ্যালবাম থেকে ১০টি গান বেছে ‘রিইনকারনেশন’ তৈরি করা হয়েছে। গানগুলো হল-‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’, ‘কাল সারারাত’, ‘এইবার শেষ হোক’, ‘কেমন আছো’, 'ঝুম বৃষ্টি', ‘মাঝরাতে চাঁদ যদি’, ‘নিঝুম রাতের আঁধারে’, ‘স্বপ্নচারিণী’, 'পুষ্পধূলি' ও 'তোমায় কথা'। ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে অ্যালবামটি মুক্তি পেয়েছে গত ২৫ মার্চ। তবে ভিনাইল রেকর্ডের জন্য শ্রোতাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। টিপু বলেন, “আমাদের হাতে এসে পৌঁছাতে আরও তিন চার মাস লাগবে।” ২০১৭ সালে প্রকাশ পায় ‘টিটোর স্বাধীনতা’ অ্যালবাম। এরপর এটাই তাদের নতুন অ্যালবাম।...