যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে চায় রাশিয়া। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন প্রস্তাবই দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভান্ডার আছে। এই অস্ত্রের সংখ্যা সীমিত রাখতে দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট চুক্তি’ স্বাক্ষর হয়েছিল ১৫ বছর আগে। ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারিতে শেষ হতে চলেছে এই চুক্তির মেয়াদ। চুক্তির আওতায় দুই দেশের জন্যই সর্বাধিক ১,৫৫০টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সীমা বেঁধে দেওয়া হয়েছে। চুক্তির মেয়াদ যদি না বাড়ে তাহলে দুই দেশই সীমা অতিক্রম করতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের ভাষণে পুরনো এই পারমাণবিক চুক্তির কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “রাশিয়া ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারির পর এক বছর পর্যন্ত নিউ স্টার্ট চুক্তির শর্ত...