দুর্দান্ত কাটানো একটা মৌসুমে ব্যালন দ’রের সম্ভাব্য জয়ীদের সংক্ষিপ্ত তালিকায় থাকা লামিনে ইয়ামালের হাতে ধরা দিল একটি দারুণ অর্জন। ২১ বছরের কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতলেন বার্সেলোনার এই স্প্যানিশ ফরোয়ার্ড। প্যারিসে সোমবার ব্যালন দ’রের জমকালো অনুষ্ঠানে ইয়ামালের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। ২০১৮ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। প্রথমবার জেতেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ইয়ামাল প্রথম খেলোয়াড় হিসেবে জিতলেন দুইবার। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রথম জেতেন গত বছর। মেয়েদের মধ্যে এই পুরস্কার জিতেছেন বার্সেলোনার আরেক ফরোয়ার্ড ভিকি লোপেস। তার বয়স ১৯। বার্সেলোনার বিধ্বংসী আক্রমণভাগের সদস্য ইয়ামাল চোখধাঁধানো পারফরম্যান্স উপহার দেন গত মৌসুমজুড়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল...