চুনতির ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) মাহফিলের ৫৫তম আসর শেষ হয়েছে সোমবার। সমাপনী দিবসের প্রধান অধিবেশন বাদ মাগরিব লাখো ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশে ‘বিদায় হজ্বের ভাষণের তাৎপর্য’ শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)। তিনি বলেন, বিদায় হজ্বের ভাষণ ইতিহাসের এক অনন্য দলিল। যা মানবজাতির সর্বজনীন অধিকার, সাম্য, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার মূর্তপ্রতীক। বিদায় হজ্বের ভাষণ মানবজাতির জন্য এক চিরন্তন আদর্শ। এতে যে সাম্য, ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচারের শিক্ষা দেওয়া হয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এটি শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি মহান শিক্ষণীয় দলিল। আবদুল হাই নদভী বলেন, মহানবী (সা.) এই বক্তব্যের মাধ্যমে বিশ্ববাসীর সামনে পেশ করে গেলেন একটি সার্বজনীন জীবনাদর্শ। এই ভাষণের মাধ্যমে তিনি পুরো দ্বীন-ইসলামের সারাংশ তুলে ধরেছেন...