রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাবি শাখার নেতাকর্মীরা। অন্যদিকে নির্বাচনের তারিখ পেছানোতে সন্তুষ্টির কথা জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাকসু কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তারিখ পেছানোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় ছাত্রশিবির। সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের সভাপতি ও সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, এই কমিশন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এরকম প্রহসন কাম্য নয়। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা ক্লাস করতে পারেননি, অনেক টাকা খরচ করেছে। এই কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে। ছাত্রদল হলগুলোতে প্যানেল দিতে পারেনি তাই আরেকবার নির্বাচন পিছিয়েছে কমিশন। তিনি বলেন, পোষ্যকোটা, শাটডাউন, লাঞ্ছনার ঘটনায় বিএনপিপন্থি শিক্ষকরা ষড়যন্ত্র করেছেন। তাদের দলীয় সিদ্ধান্তে এসব হচ্ছে। আজ স্লোগানে স্লোগানে মিথ্যাচার করেছে ছাত্রদল। এটি একটি দলদাস কমিশন। এই কমিশন...