কুমিল্লার দেবীদ্বার উপজেলায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার একটি ফুটবল ম্যাচ চলাকালে প্রতিপক্ষ শিক্ষার্থীদের হামলায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা সবাই সাইচাপাড়া বিজেএমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বর্তমানে আহতদের মধ্যে কয়েকজনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য থাকায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে সাইচাপাড়া বিদ্যালয় এগিয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় রেয়াজ উদ্দিন বিদ্যালয়ের কিছু উত্তেজিত শিক্ষার্থী প্রথমে গোলকিপার তানভিরের ওপর হামলা চালায়, যার ফলে খেলা স্থগিত হয়ে যায়। পরে সাইচাপাড়ার খেলোয়াড়রা মাঠ ছেড়ে যাওয়ার সময় সাইকেলের চেইন, বেল্ট ও হাতুড়ি...