নবজাতক শিশু একটি পরিবারে আনন্দের বার্তা নিয়ে আসে। কখনো কখনো এই আনন্দের মধ্যেও শিশুটির কিছু অসুস্থতা বাবা-মাকে অস্থির ও উদ্বিগ্ন করে তোলে। এর মধ্যে সবচেয়ে যে সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় তা হচ্ছে নবজাতকের কান্না বা কোলিক। নবজাতকের কান্না : নবজাতক শিশু অত্যধিক কান্না করার সমস্যাকে আমরা বলি নবজাতকের কোলিক। বিশেষজ্ঞরা বলেন, ছয় সপ্তাহ বয়স থেকে ৬ মাস বয়সের শিশুদের প্রতিদিন তিন ঘণ্টা করে সপ্তাহে তিন দিন যদি পেটে কষ্টকর ব্যথা হয়ে থাকে তাহলে তাকে নবজাতকের কোলিক বা ইনফেন্টাইল কোলিক বলা হয়। শুরুটা ৬ সপ্তাহ বলা হলেও কখনো দুই সপ্তাহ বয়সেই শিশুদের এ রকম প্রচ- কান্নাকাটি করতে দেখা যায়। কারণ : নবজাতকের কোলিকের কারণসমূহ এখনো পুরোপুরি পরিষ্কারভাবে বোঝা যায়নি। গবেষণা করে সম্ভাব্য কারণ বের করা গেছে। নিচে দেওয়া হলো দুধের...