দুইজন ব্যবসায়ীকে ভয় দেখিয়ে ৬০ কেটি টাকা ‘ঘুষ দিতে বাধ্য করার’ অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ মামলায় জাবেদের স্ত্রী ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক-ইউসিবি পিএলসির সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও তাদের পারিবারিক কোম্পানি আরামিট গ্রুপের কয়েকজন কর্মকর্তাসহ আটজনকে আসামির করা হয়েছে। সোমবার দুদকের উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদ বাদী হয়ে সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা–১ এ মামলাটি দায়ের করেন। জাবেদ-রুকমিলা দম্পতির বাইরে মামলার অন্য আসামিরা হলেন- ইউসিবির সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট গ্রুপের এজিএম আবদুল আজিজ, ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট গ্রুপের এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট গ্রুপের এও মোহাম্মদ মিছাবাহল আলম, লুসেন্ট ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদ ও রেডিয়াস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ফরিদ...