জানা গেছে, ভাঙচুর, লুটপাট ও ফসলি জমি নষ্টের ঘটনায় চরআলগী গ্রামের মোয়াজ্জেম হোসেন খান নামের এক ভুক্তভোগী ২১ জনের নাম করে থানায় একটি অভিযোগ করেন। পরে প্রাথমিক তদন্ত শেষে গত রবিবার রাতে মামলা রেকর্ড করে পুলিশ। রাতেই ঈশ্বরগঞ্জ থানার এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে মামলার প্রধান আসামি সুলতান উদ্দিন খান, সুমন মিয়া, কামাল মিয়া, মাসুদ মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল অভিযানে যায়। এতে আসামিদের গ্রেপ্তারে বাধা দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান আসামিরা। আসামিপক্ষের মাহমুদুল হাসান খান অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাতিজা মোয়াজ্জেম হোসেন খানের সঙ্গে আমাদের জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারা নানা হুমকি-ধমকি দিচ্ছেন। এ নিয়ে আমরা আতঙ্কে রাত কাটাচ্ছি। এ অবস্থায় গত রবিবার রাতে ১০-১৫ জন আমাদের বাড়িতে হামলা-ভাঙচুর করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে...