আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের কাছ থেকে প্রাথমিক আবেদন ফরম আহ্বান করেছে গণঅধিকার পরিষদ (জিওপি)। সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এই আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। আগ্রহী প্রার্থীরা দলীয় কার্যালয়ে এসে সরাসরি দপ্তর থেকে ফরম সংগ্রহ করতে এবং জমা দিতে পারবেন। গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয়স্বার্থকে প্রাধান্য দিয়ে যোগ্য এবং প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীদের আবেদনগুলো যাচাই-বাছাই করা হবে। গণঅধিকার পরিষদ মনে করে, এই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ধারা সূচনা হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে, ২০২১ সালে দল গঠনের পর থেকেই আমরা ঘোষণা করে আসছি যে আগামী...