নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের কারসাজি ও গুজব ঠেকাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা ৩০টি কোম্পানির একটি তালিকা প্রকাশ করেছে ডিএসই। এই প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজার থেকে ক্যাশ সংগ্রহ করলেও তাদের উৎপাদন কার্যক্রম এখন বন্ধ। এই তালিকায় দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিও রয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে প্রকাশিত এই তালিকাটি শেয়ারবাজারের ইতিহাসে প্রথম। ডিএসই’র এই উদ্যোগটির প্রধান লক্ষ্য হলো বিনিয়োগকারীদের সচেতন করা। এসব বন্ধ কোম্পানিকে নিয়ে প্রায়শই মিথ্যা খবর ছড়িয়ে শেয়ারের দাম বাড়ানো বা কমানো হয়। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েন। এই তালিকার মাধ্যমে বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর প্রকৃত অবস্থা জানতে পারবেন এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। তালিকার নতুন সংযোজন হলো হ্যামিদ ফ্যাব্রিক্স, যারা ২২ সেপ্টেম্বর থেকে তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়েছে, গত দুই...