চলছে ব্যালন ডি’অর ২০২৫। প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্য শাতলে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয়েছে মূল অনুষ্ঠান। ব্যালন ডি’অরের ৬৯তম আসর এটি। ১৩টি ক্যাটাগরিতে বেছে নেওয়া হবে ২০২৪-২৫ মৌসুমের সেরাদের সেরা তারকাদের। গতবার ১০টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছিল পুরস্কার, এবার বেড়েছে তিনটি। ব্যালন ডি’অর দেওয়া হয় ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে। মাঝে বেশ কয়েক বছর ফিফা ও ফ্রান্স ফুটবল এক হয়ে দিয়েছিল বর্ষসেরার পুরস্কার। তবে, শেষ কয়েক বছর ফিফা আলাদাভাবে দিয়ে...