গাজীপুরের টঙ্গীতে অবস্থিত সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। আরও পড়ুনটঙ্গীতে গুদামে আগুনে ২ ফায়ার ফাইটার ১০০ শতাংশ দগ্ধটঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের সদস্যসহ দগ্ধ ৮ অগ্নিকাণ্ডস্থলে সেনাসদস্যরা ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের পাশাপাশি গোডাউন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত, ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসমাগম নিয়ন্ত্রণ এবং উদ্ধার...