শুয়ে আছেন একজন। হাত-পা নড়ছে না। ডাক্তার বলছেন, মৃত্যু হয়েছে মানুষটার। ঐতিহাসিক প্লুটার্ক লিখছেন ‘ওর শরীর বেশ যতœ নিয়ে রাখা হয়েছিল। এতটুকু অমর্যাদা হয়নি। কিন্তু শরীরে প্রাণের স্পন্দন দেখা দিল না।’ গ্রিসের দিগি¦জয়ী বীর, রাজা আলেকজান্ডার দ্য গ্রেট। মাত্র ৩২ বছর বয়সে রোগাক্রান্ত হয়ে ব্যাবিলনে মারা যান। মিথ হয়ে যান আলেকজান্ডার। তার মৃত্যু নিয়ে ঐতিহাসিকরা, নতুন একটি তথ্যের দিকে নজর দিয়েছেন। ঐতিহাসিকদের দাবি, আলেকজান্ডারকে হয়তো জীবিত অবস্থাতে কবর দেওয়া হয়েছিল! খ্রিস্ট-পূর্বাব্দ ৩২৩ সালে ব্যাবিলনের রাজা দ্বিতীয় নেবুচাডনেজারের কাছে থাকাকালে, অসুস্থ হয়ে পড়েন আলেকজান্ডার। ধীরে ধীরে অসুস্থতা ও জ্বর বাড়তে থাকে। সেইসঙ্গে পিঠে প্রচণ্ড ব্যথা, যেন কেউ বর্শা বিঁধিয়েছে। এক সময় বন্ধ হলো কথা, স্থির হলো নড়াচড়া। বর্ণনা শুনে মনে হতে পারে, আলেকজান্ডারের মৃত্যু হয়েছে। তাই আলেকজান্ডারকে সমাধিস্থ করেন তারা। এখানেই...