নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে ঢাকায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দুপুরে সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে সুধারাম থানায় একটি মামলা আছে। এর আগে, গত রবিবার রাতে ঢাকার ধানম-ির একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত পিন্টু নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার...