তওবা মানুষকে পাপ থেকে ফিরিয়ে এনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে পরিচালিত করে। কোরআন-হাদিসে তওবার মাধ্যমে আল্লাহর ক্ষমা লাভ এবং জান্নাতের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। তবে তওবা কেবল মুখে ক্ষমা প্রার্থনার নাম নয়, বরং তা অন্তরের অনুতাপ, পাপ ত্যাগ, ভবিষ্যতে পুনরায় সেই পাপ না করার দৃঢ় সংকল্প ও সঠিক উদ্দেশ্যসহ হওয়া আবশ্যক। মানুষ যখন গুনাহের পথে ধাবিত হয়, তখন সে আল্লাহর নির্দেশ ও নৈতিক পথ থেকে বিচ্যুত হয়। এই অবস্থায় আল্লাহ বান্দাদের আহ্বান জানান, যেন তারা তার রহমত ও মাগফিরাতের দিকে ছুটে আসে। তওবার মাধ্যমে বান্দা কেবল পরকালের নয়, দুনিয়ার জীবনেও আল্লাহর বরকত লাভ করে। নেক ও পরহেজগার ব্যক্তি তওবার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করে এবং তার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। কোরআন ও হাদিসের আলোকে আলেমরা নির্ধারণ করেছেন, তওবা কবুল...