আজ থেকে শুরু হবে ফেডারেশন কাপ। শুরুর দিনে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাদের লক্ষ্য পঞ্চমবারের মতো মর্যাদার শিরোপা ঘরে তোলা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ তাদের প্রতিপক্ষ ফর্টিস এফসি। এদিকে কুমিল্লার শহীদ ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে মাঠে নামবে গত মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান। সাদা-কালোদের লক্ষ্য সর্বোচ্চ শিরোপাজয়ী তালিকায় শীর্ষে থাকা আবাহনীকে ছুঁয়ে ফেলা। বসুন্ধরা কিংসের সামনে ফেডারেশন কাপ টানা তৃতীয় জয়ের সুযোগ এবার। গত শুক্রবার মোহামেডানকে উড়িয়ে দিয়ে চ্যালেঞ্জ কাপ জেতা বসুন্ধরার জন্য কাজ খুব কঠিন নয়। কাগজে-কলমে এবারও সেরা দল গড়েছে তারা। প্রাক-মৌসুম প্রস্তুতিতেও এগিয়ে তারা। ঘরোয়া মৌসুম শুরুর আগেই এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে অনেকটা এগিয়ে থাকা সিরিয়ান দল আল-কামারাহ এসসিকে হারায় বাংলাদেশ জায়ান্টরা। শেষ দুটি আসরে শিরোপা জয়ের আগে বসুন্ধরা...