বদলি নেমে আর্সেনালের জন্য আবারও নায়ক হয়ে উঠলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বার বেঞ্চ থেকে নেমে গোল করলেন তিনি। যোগ করা সময়ে তার নিখুঁত গোলেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে হার এড়ায় মিকেল আর্তেতার দল। ১-১ সমতায় শেষ জয় দুই ইংলিশ জায়ান্টের লড়াই। ইতিহাদে খেলার নবম মিনিটেই আর্সেনালের রক্ষণ ভেদ করে গোল করেন আর্লিং হালান্ড। এরপর সিটির দৃঢ় রক্ষণে মনে হচ্ছিল আর্সেনাল হতাশাজনক হার নিয়েই মাঠ ছাড়বে। কিন্তু শেষ মুহূর্তে ইবেরেচি এজের লম্বা পাসে বল পেয়ে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে পরাস্ত করে গোল করেন মার্তিনেল্লি। এই ড্রয়ের ফলে লিভারপুলের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকল আর্সেনাল। টানা পাঁচ ম্যাচ জেতা লিভারপুল তালিকার শীর্ষে। আর পেপ গার্দিওলার সিটি পিছিয়ে রইল ৮ পয়েন্টে। এর আগে আর্সেনাল এ মৌসুমে ওপেন প্লেতে কোনো গোল হজম...