বাংলাদেশি এক কিশোরীকে পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেশটির দুই নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা অমল কৃষ্ণ মণ্ডল এবং পেট্রাপোলের জয়ন্তীপুরের বাসিন্দা বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবসায়ী আমির আলি শেখ। রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ওই নাবালিকাকে অবৈধভাবে ভারতে আনা হয়। পরে তাকে জোর করে দেহব্যবসায় নামতে বাধ্য করা হয়। এর আগে শনিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা ও পেট্রাপোলে একযোগে অভিযান চালায় এনআইএ। অমল কৃষ্ণ মণ্ডল ও আমির আলি শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়। পরে তাদের পেট্রাপোল থানায় নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হলে মানব পাচারের তথ্য উঠে আসে।...