টি-টোয়েন্টি মানেই যেন কাইরন পোলার্ড! ক্রিকেটের এই ফেরিওয়ালা সোমবার ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগ (সিপিএল) জিতে যেন নিজেকে আবারও প্রমাণ করলেন। পাশাপাশি নাম লেখালেন এক বিশ্বরেকর্ডে, যেখানে তার পাশে আর কেউ নেই। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ১৮টি শিরোপার মালিক এখন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার। সিপিএল ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে তিন উইকেটে হারিয়েছে পোলার্ডের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। ৩৮৩ রান,...