বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তাপ। গত রোববার (২১ সেপ্টেম্বর) ঘোষিত নতুন তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।এরই মধ্যে সোমবার (২২ সেপ্টেম্বর) শেষ হয়েছে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা। মনোনয়ন দাখিলের শেষদিনে চমক দেখিয়ে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। প্রথম থেকেই নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিলেও কোন ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে অনিশ্চয়তা ছিল ফারুকের। অবশেষে নিশ্চিত হয়েছে, ক্লাব ক্যাটাগরি থেকেই নির্বাচন করবেন তিনি। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির প্রতিনিধিত্ব করে ক্যাটাগরি-২ থেকে মনোনয়ন নিয়েছেন এই সাবেক ক্রিকেটার। তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ভোটার তালিকা। এরপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়ন বিতরণ, ২৮ সেপ্টেম্বর মনোনয়ন জমা, ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। প্রার্থীরা চাইলে ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন...