দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে যশোর জেলা বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত জেলার মোট ২২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বশেষ সোমবার (২২ সেপ্টেম্বর) শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। বিএনপিতে দুর্নীতি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনো স্থান নেই। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে তেলপাম্প দখল, জালজালিয়াতি, বিচারকের স্বাক্ষর জাল, ওয়ারিশ সনদ জাল এবং চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপর এক বিজ্ঞপ্তিতে...