চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজারে ফার্মেসির আড়ালে চিকিৎসালয় খুলে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন মো. ইমরান হোসেন সোহাগ নামে এক ভুয়া চিকিৎসক। কোনো ধরনের বৈধ সার্টিফিকেট না থাকা সত্ত্বেও তিনি নিজেকে সব রোগের চিকিৎসক দাবি করে এলাকায় মাইকিং করে রোগী ডাকছেন।বিষয়টি জানাজানি হলে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের একটি মার্কেটের সামনের সাইনবোর্ডে লেখা ‘মা-মনি মেডিকেল হল’। ফার্মেসিটির পেছনের একটি ছোট কক্ষে চলছে চিকিৎসা কার্যক্রম। কক্ষের দরজায় লেখা রয়েছে—‘ডা. মো. ইমরান হোসেন (সোহাগ)’। তবে কোথাও কোথাও স্টিকার দিয়ে ‘ডা.’ শব্দটি মুছে দেওয়া হয়েছে। প্রতারণার প্রমাণ মিলেছে গোপনে রোগী সেজে ঢুকে। সেখানে সোহাগ কোনো নাম-পরিচয় ছাড়াই প্যাডে প্রেসক্রিপশন লিখতে শুরু করেন। তবে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লেখা বন্ধ করে শুরু করেন আকুতি মিনতি। এসময় তিনি...