পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।এসময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় স্থানীয় বিএনপির কার্যালয়ে। স্থানীয়রা জানান, বেড়ার হুরা সাগর নদীর বৃশালিখা ঘাটটি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নিজ এলাকা। আগে ঘাটটির নিয়ন্ত্রণে ছিলেন টুকুর ছেলে আসিফ সামস রঞ্জন ও টুকুর ভাই, সাবেক পৌর মেয়র আব্দুল বাতেনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ আগস্টের পর থেকে স্থানীয় বিএনপির একটি অংশকে সঙ্গে নিয়ে তারা নিয়ন্ত্রণ ধরে রাখলেও, পরবর্তীতে বিএনপির আরেকটি গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে এই আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।...