ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ এবং পশ্চিম তীরের দখল করা ভূমিতে বসতি সম্প্রসারণের প্রেক্ষাপটে এ এক প্রতীকী ঘোষণা। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে। এর প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান আরো জোরদার করেছে ইসরায়েল। রোববার ব্রিটেনসহ চার দেশ যখন ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিল, তার কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র শোশ বেদ্রোসিয়ানের প্রতিক্রিয়া আসে। নেতানিয়াহুকে উদ্ধৃত করে তিনি বলেন, “এ পদক্ষেপ স্রেফ অযৌক্তিক এবং সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল।” অধিকৃত পূর্ব জেরুজালেমে এক সমাবেশে নেতানিয়াহু তার সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র কখনো হবে না।” চার দেশের স্বীকৃতি যখন বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছে, তখন বাস্তবতা বিশ্লেষণ করার চেষ্টা করেছে আল জাজিরা। বিশ্লেষকদের বরাত দিয়ে কাতারভিত্তিক এ...