আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের খসড়া সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রবিবার অংশগ্রহণকারী দলগুলোর পাশাপাশি এই সূচি সংবাদমাধ্যমেও প্রকাশ করা হয়। সূচি প্রকাশের পর এ নিয়ে আপত্তি তুলেছে গতবারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান। তাদের অভিযোগ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার ফুটবল লিগ ব্যবস্থাপনা কমিটি কোনো দলের সঙ্গে পূর্বালোচনা ছাড়াই ত্রুটিযুক্ত ফিকশ্চার প্রকাশ করেছে। এই ফিকশ্চারে একটি বিশেষ ক্লাবকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও করেছে মোহামেডান। সোমবার বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের কাছে প্রতিকার চেয়ে দেওয়া চিঠিতে মোহামেডান পেশাদার ফুটবল লিগ ব্যবস্থাপনা কমিটিতে পরিবর্তনের দাবি করেছে। ২৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৭তম আসর। খসড়া সূচি অনুযায়ী প্রথম দিনে অনুষ্ঠিত হবে দুটি খেলা। গতবারের রানার্সআপ আবাহনী লিমিটেড মুন্সীগঞ্জে আতিথ্য গ্রহণ করবে রহমতগঞ্জের কাছ থেকে। ফকিরেরপুল মানিকগঞ্জে নতুন ভেন্যুতে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে...