২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দ-িত এবার লালবাগ থানায় অস্ত্র আইনে মামলায় মুশফিক উদ্দিন টগরের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।দুই দিনের রিমান্ড শেষে গতকাল টগরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক মতিয়ার রহমান বুলবুল।আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।গত ১৮ সেপ্টেম্বর ঢাকার লালবাগ থানার আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে ২০ সেপ্টেম্বর তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।মামলার অভিযোগে বলা হয়Ñ গত...