২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম আড়াইহাজারে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড গতিরোধ করে চাঁদাবাজির সময় জনতা চাঁদাবাজদের ধাওয়া দিয়েছে। ধাওয়া খেয়ে চাঁদাবাজরা তাদের স্পীডবোর্ড রেখে পালিয়ে যায়। পরে পুলিশ চাঁদাবাজদের ব্যবহৃত স্পীডবোর্ড জব্দ করে। গতকাল সোমবার উপজেলার বিশনন্দী ইউনিয়ন পরিষদ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।চৈতনকান্দা গ্রামের বাসিন্দা নবী হোসেন জানান, হবিগঞ্জ, সুনামগঞ্জ সিলেট, কিশোরগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে পাথর, বালু, কয়লাসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ ও বাল্কহেড মেঘনা নদীর আড়াইহাজার উপজেলার বিশনন্দী দয়াকান্দা-বিবির কান্দি এলাকা দিয়ে নুনেরটেক, বৈদ্যেরবাজার ও মেঘনা সেতু এলাকা হয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুরসহ আশপাশের জেলায় যাতায়াত করে।এসব পণ্যবাহী জাহাজ ও বাল্কহেড মেঘনা নদী দিয়ে আড়াইহাজার অংশে প্রবেশ করার পরই স্থানীয় চাঁদাবাজদের চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে চাঁদাবাজরা তাদেরকে শারীরিক মানসিক...