২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর থানাধীন এলাকায় অটোরিক্সা চালক মো. রনি হত্যা মামলায় ছাগলকা-ে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো আবেদন মঞ্জুর করেন।এ দিন আসামিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানো আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে গ্রেফতার দেখান।মামলার অভিযোগে বলা হয়Ñ বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন অটো রিক্সা চালক মো. রনি। পরবর্তীতে তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় রনির মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা...