২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের একটি বাগান বিশ্বের সবচেয়ে ভারী পীচ ফলিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। এ মাসের শুরুতে ক্রুজ এলাকার চিলিস পিচ অর্চার্ডে ১.৮৩ পাউন্ড (প্রায় ৮৩০ গ্রাম) ওজনের একটি বিশাল পীচ সংগ্রহ করা হয়, যা আগের ১.৮ পাউন্ডের রেকর্ড ভেঙে দিয়েছে। বাগানের মালিক হেনরি চিলিস স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেছেন, আমরা বিশেষভাবে বিশ্বের সবচেয়ে বড় পীচ ফলানোর চেষ্টা করছিলাম না, তবে ঘটনাক্রমে এ বছর আবহাওয়া ভালো ছিল এবং অস্বাভাবিকভাবে বড় পীচ ফলানো হয়েছিল। পীচটি একটি নির্দিষ্ট জাতের, পিএফ-২৭এ, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে পাঠানো হয় এবং যাচাইয়ের পর সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এটিকে বিশ্বের সবচেয়ে ভারী পীচ ঘোষণা করেছে। সূত্র : জে এন। নির্বাচন পরিচালনায় আওয়ামী দোসরদের সম্পৃক্ত করা...