৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপে খেলতে যাওয়ার একদিন আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কোনো আন্তর্জাতিক সিরিজ না খেলার আফসোস শোনা গেল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মুখে। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনের পর সফর পূর্ব সংবাদ সম্মেলনে আফসোসের সুরে জ্যোতি বলেন, অবশ্যই বড় দলের সঙ্গে খেলতে পারলে ভালো হতো। আদর্শ প্রস্তুতি হয়তো হয়নি। তবে তিনি এটাও জানান, অনুশীলন ক্যাম্পে তারা ঘাটতি দূর করার চেষ্টা করেছেন। এছাড়াও বাংলাদেশে যত ধরনের সুবিধা আছে সব কয়টি তারা পেয়েছেন। অনুশীলন ক্যাম্পে তারা যথেষ্ট সুযোগ-সুবিধা পাওয়ায় যেটা হয়নি সেটা নিয়ে আর চিন্তা করতে চান না জ্যোতি। তিনি বলেন, বড় দলের বিপক্ষে সিরিজ খেলতে না পারার আক্ষেপ থাকলেও বিশ্বকাপে কিছু ম্যাচ জিততে চায় বাংলাদেশ নারী দল। দলের কোচ সারোয়ার ইমরান বলেন, আমাদের...