চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলায় বি-গ্রুপে হট ফেবারিট ছিল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ, আফগানিস্তান কিংবা হংকং— লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেনি কোনো দল। তবে সুপার ফোরে এসেই হোঁচট খেয়েছে দলটি। প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হেরেছে তারা। তবে এই হারের দুঃস্মৃতি ভুলে পরবর্তী ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে চায় গত আসরের রানার্সআপরা। বি-গ্রুপ থেকে অপরাজিত দল হিসেবে সুপার ফোরে উঠেছিল শ্রীলঙ্কা। যেখানে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশকে ডমিনেট করে ৬ উইকেটে হারিয়েছিল তারা, সেই বাংলাদেশের বিপক্ষেই সুপার ফোরের ম্যাচে ৪ উইকেটে হেরেছে তারা। টাইগারদের বিপক্ষে এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছে না লঙ্কানরা। তাই এই দুঃস্মৃতি ভুলে শেষ দুই ম্যাচে ভালো করতে চায় দলটি। সুপার ফোরের প্রথম ম্যাচ হেরে ফাইনালের দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। এবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। টুর্নামেন্টে...