বিশ্বে জাতিসংঘের সদস্য রয়েছে ১৯৩টি। এর মধ্যে এ পর্যন্ত ১৫০টি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এখনো স্বীকৃতি দেয়নি বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হলো—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া। এর মধ্যে চীন, রাশিয়া ও যুক্তরাজ্য ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সও স্বীকৃতি দেওয়ার পথে। বাকি থাকে ইসরাইলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। এটিই সবচেয়ে বড় বাধা। যুক্তরাষ্ট্র বলছে, বিশ্বের বিভিন্ন দেশ শুধু ‘লোক দেখানো’র জন্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। স্বীকৃতির ব্যাপারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এসব স্বীকৃতির মাধ্যমে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হচ্ছে। গত ১৫ সেপ্টেম্বর তিনি মন্তব্য করেছিলেন, ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছুই হবে না। বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে এবং নানা চুক্তি করতে পারবে। ব্যবসা ও বিনিয়োগের সুযোগও সৃষ্টি হবে। গত ১২...