শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর মহল্লার বনোপাড়া থেকে কান্দাপাড়া পর্যন্ত দখলমুক্ত ও সংস্কারের দাবিতে এলাকার কয়েকশ নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল সোমবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, রেকর্ড সূত্রে ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলের জন্য ব্যবহার করা হলেও একটি প্রভাবশালী মহল সরকারি রাস্তার ওপর অবৈধভাবে ভবন নির্মাণ করে তা দখল করে রেখেছে। সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে ১৪ ফিট চওড়া ও ৭০০ ফিট লম্বা ওই রাস্তাটি একাধিকবার মাপ-জরিপ করে অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশ দিলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। মানববন্ধন শেষে রাস্তার দাবিতে বিক্ষোভ...