২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘরোয়া ফুটবলের এবারের মৌসুম শুরু হয়েছে গত ১৯ সেপ্টেম্বর। মৌসুমের প্রথম টুর্নামেন্ট শেষে আজ থেকে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপ। আর ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে। তবে মৌসুমের শুরুতেই বিতর্ক তৈরি হয়েছে ঘোষিত দু’টি প্রতিযোগিতার সূচি নিয়ে। ফেডারেশন কাপ ও বিপিএলের সূচি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ বিষয়ে তারা কড়া ভাষায় চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে। যে চিঠিতে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি বিদ্যমান পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি বিলুপ্ত করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বাফুফে সভাপতিকে। বিদ্যমান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান বসুন্ধরা কিংসের সভাপতি...