কুমিল্লার চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করেছে যৌথবাহিনী। গত রবিবার বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনা কার্যালয় থেকে তাদের আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। আটকরা হলেন, চান্দিনা পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ, কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও পৌর শ্রমিক দলের আহ্বায়ক আলাউদ্দিন এবং পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকার বনানীর ঠিকাদারি প্রতিষ্ঠান আলিসা এন্টারপ্রাইজ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনা কার্যালয় থেকে দরপত্রের মাধ্যমে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল ক্রয় করে। গত রবিবার দুপুরে মালামাল পরিবহনের প্রস্তুতিকালে ওয়ালী উল্লাহ ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রেজাউল করিমকে ফোন দিয়ে পরিচয় দেন এবং...