নেপালে চলতি মাসে হওয়া দুর্নীতিবিরোধী বিক্ষোভে সহিংসতা ও নাশকতার তদন্তে বিচার বিভাগীয় কমিটি করেছে সুশীলা কার্কি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির এক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা, বিস্তৃত পর্যায়ে ছড়িয়ে পড়া দুর্নীতি ও চাকরির সংকট নিয়ে শুরু হওয়া জেন-জিদের বিক্ষোভ শেষ পর্যন্ত হিমালয়ের দেশটিতে মারাত্মক প্রাণঘাতী সংঘাত উসকে দিয়েছিল। কেপি শর্মা ওলিকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য করা ওই বিক্ষোভ-সহিংসতায় এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট ও পার্লামেন্ট ভবনসহ অসংখ্য মল, বিলাসবহুল হোটেল ও বিক্ষোভকারীদের দৃষ্টিতে ‘দুর্নীতিবাজ রাজনীতিকদের ঘনিষ্ঠ’ বলে...