প্রবাসীরা সংসদ নির্বাচনে ভোট দিতে কীভাবে নিবন্ধন করবেন এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে কীভাবে ভোট দেবেন, সেই প্রক্রিয়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনে অনুমোদনের পর সোমবার তা ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ইসি সচিব আখতার আহমেদ আগেই জানিয়েছেন যে, প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে অ্যাপ চালু করা হবে। ভোটের জন্য নিবন্ধন করতে ‘গুগল প্লে স্টোর’ অথবা ‘অ্যাপল প্লে স্টোর’ থেকে মোবাইল অ্যাপটি ডাউনলোড ও চালু করতে হব। এ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে অনলাইনের নিবন্ধনে সহজ কয়েকটি ধাপে আবেদন সম্পন্ন করা যাবে। অ্যাপ ডাউনলোড থেকে ব্যালট পাওয়া পর্যন্ত ১১টি ধাপে নিবন্ধন প্রক্রিয়া তুলে ধরা হয়েছে ইসির ওয়েবসাইটে (https://www.ecs.gov.bd/page/process-of-postal-voting-it-supported)। >> দেশ বাছাই (বাংলাদেশ ছাড়া) করে মোবাইল নম্বর দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।...