জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার রাতেই নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। তার সফরসঙ্গী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা এবং বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন নেতা। সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন; যিনি দুদিন আগেই নিউইয়র্কে পৌঁছেছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। তিনি...