বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৭৯ জনের মৃত্যু হয়েছে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এ সতর্ক বার্তা দেন। তিনি বলেন, পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই মারা যাচ্ছেন। ডা. মো. আবু জাফর জানান, সর্বাধিক মৃত্যু ঘটছে ২০ থেকে ৩০ বছর বয়সী রোগীদের মধ্যে। তাদের অনেকেই জ্বর শুরু হওয়ার ছয় থেকে সাত দিন পর চিকিৎসা নিতে আসেন, যা অনেক সময় জটিলতা এড়ানোর জন্য দেরি হয়ে যায়। শিশুদের মধ্যেও মৃত্যুঝুঁকি বেড়েছে। তিনি জানান, যদিও এ বছর সংক্রমণের সংখ্যা গত বছরের তুলনায় বেশি। তবে সামগ্রিক মৃত্যুহার তুলনামূলকভাবে কম রয়েছে। তবু ক্রমবর্ধমান...