২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া। গত রোববার দেশগুলো আলাদা আলাদাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। গত জুলাই মাসে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়। বলা হয়, ইসরাইল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে, তাহলে যুক্তরাজ্য তার অবস্থান বদলাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে। পরবর্তী পর্যায়ে ফ্রান্স, কানাডা, নরওয়ে, অস্ট্রেলিয়া, পর্তুগাল, স্পেন, আয়ারল্যান্ড ও লুস্কেমবার্গ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়। রোববারই পর্তুগালের স্বীকৃত দেয়ার কথা ছিল, কিন্তু যথাসময়ে ঘোষণা আসেনি। ফ্রান্স সোমবারের মধ্যে স্বীকৃতি দিতে পারে বলে খবরে উল্লেখ আছে। জানা গেছে, জাতিসংঘের অধিবেশন চলার সময়ও কয়েকটি দেশ স্বীকৃতির ঘোষণা দিতে...